ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

অভিবাসন সুরক্ষায় ৩টি নির্বাহী আদেশে সই করলেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন অভিবাসন বিষয়ক ৩টি নির্বাহী আদেশে সই করেছেন।  আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই আদেশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর সিএনএন ও বিবিসি’র।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হোয়াইট হাউজে আদেশগুলোতে সই করেন জো বাইডেন। 

এরপর তিনি বলেন, ‘অভিবাসন ইস্যুতে তিনি নতুন কোনও আইন করেননি। আগে যে আইনের চর্চা ছিল; সেটাই ফিরিয়ে আনছে তার সরকার। দেশের সুরক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে এসব। এর ফলে, অনুপ্রবেশকারী পরিবার ফিরে পাবে তাদের সন্তানদের।’

প্রসঙ্গত, ট্রাম্প শাসনামলে জোরপূর্বক অভিভাবকদের কাছ থেকে আলাদা ক্যাম্পে রাখা হতো তাদের সন্তানদের।

এছাড়া, রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং মেক্সিকো সীমান্তে অপেক্ষারত অভিবাসীদের বিষয়ে শুনানির জন্য অভিবাসন আদালতের প্রতি নির্দেশও দেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি তা বাস্তবায়ন করব। সীমান্ত সুরক্ষা এবং মুসলিম দেশ থেকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে দেশে সুষ্ঠু, সুশৃঙ্খল এবং মানবিক অভিবাসন আইন ব্যবস্থা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে এ ৩টি নির্বাহী আদেশ।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি